এখানে আপনি উপরের মেন্যু থেকে File এ ক্লিক দিয়ে আপনি যে ছবিকে স্কেচ করতে চান তা সিলেক্ট করুন। এবারে নিচের চিত্রের মত Drawing Parameters নামে একটি উইন্ডো আসবে এবং দেখে নেয়া যাক কিভাবে আপনি স্কেচ করবেন আপনার পছন্দের ছবিটিকে------------
১. এখানে আপনি কি ধরনের স্কেচ ছবিটি চান তা সিলেক্ট করুন।
২. এখানে আপনি ছবিকে ইচ্ছে মত উজ্জ্বলতা কম বেশী স্কেচের পরিমান কম বেশী করে নিয়ে সাজিয়ে নিতে পারেন।
৩. এখান থেকে আপনি ছবিতে ফ্রেম ও টেক্সট যোগ করে নিতে পারেন।
৪. এখানে সব কিছু ঠিক মত হয়ে গেলে ক্লিক দিন। দেখুন প্রিভিউ তে ছবিটি স্কেচ হয়ে গেছে। এবারে আপনি ছবিকে সেভ করার জন্য মুল উইন্ডোর মেন্যুতে গিয়ে অথবা Ctrl+S চেপে ছবিকে পছন্দমত জায়গায় সেভ করে নিতে পারেন।
আমি যে ছবিটি স্কেচ করেছি তা দেখে নিতে পারেন
( স্কেচ করার পরের ছবি )
তাহলে বন্ধুরা উপভোগ করুন Photo To Pencil Sketch Converter এবং ভাল ও সুস্থ্য থাকুন।ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৫.১২.২০১২
Tags:
ফটোশপ
Leave a comment