বন্ধুরা আজ আবার একটি ফটো এডিটর সফট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেক ফটো এডিটিং সফট আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ যেটা শেয়ার করবো সেটাও সংগ্রহে রাখার মত। এর বিশেষত্ব হলো আলো কম বা আধার হয়ে যাওয়া ছবিকে বেশ উজ্জ্বল আলোয় রুপান্তর করতে সক্ষম ও ছবিতে চোখে লাল দেখা গেলে তা রিমুভ করে। এর জন্য প্রথমে আপনাকে PT Photo Editor কে ডাউনলোড করে নিতে হবে। মাত্র ৫.৭০ মেগাবাইট। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এবারে pt_photo_editor_win সেটআপ ফাইল থেকে আপনার কম্পিউটারে একে ইন্সটল করুন এবং সিরিয়াল কী ফাইল থেকে সিরিয়াল নিয়ে একে ফুল ভার্সন করে নিন। ডেস্কটপ আইকনে পাবেন PT Photo Editor তাতে ডাবল ক্লিক দিয়ে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন---------
এখানে Open Image এ ক্লিক দিয়ে যে ছবিকে এডিট করতে চান তা সিলেক্ট করুন। এবারে নিচের চিত্রের মত পাবেন--------
এখানে কিভাবে কাজ করতে হবে তা দেখে নিন--------
১. এখানে ছবিকে উইন্ডোতে বড় ও ছোট করে দেখে নেয়ার সুযোগ রয়েছে।
২. এখানে ছবিকে এডিট করার বিভিন্ন টুলস পাবেন যেমন- ছবি রোটেড করা সহ চোখের কালার ঠিক এবং Temp,Tint,Exposure & Contrsat ঠিক করে নেয়ার ব্যবস্থা।
৩. এখানে পাবেন B তে ক্লিক দিলে ছবির পূর্বের অবস্থা ও A তে ক্লিক দিলে বর্তমান অবস্থা দেখা যাবে।
৪. এখানে ছবিতে আপনি কোন কোন বিষয়ে এডিট করেছেন তার একটা হিস্টোরি পাওয়া যাবে।
৫. ছবি এডিটের কাজ শেষ হলে এখানে Save As এ ক্লিক দিয়ে তিনটি ফরম্যাটে ছবিকে সেভ করার অপশন পাবেন। ইচ্ছেমত ফরম্যাটে সেভ করে নিন।
দেখে নিন আমি একটি ছবিকে এডিট করেছি তার নমুনা--------
এডিট করার আগে
এডিট করার পরে
বন্ধুরা দেখুন আপনি ছবি এডিট করার খুব সহজ উপায় পেয়ে গেলেন। ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিন----
তাহলে উপভোগ করুন PT Photo Editor কে এবং সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৫.০৬.২০১৪
Tags:
ফটোশপ
Leave a comment