খুব বিপদে পড়ে গিয়েছিলাম। কেন? তাই বলছি আজ আপনাদের। আপনাদের মাঝে একটি সফট শেয়ার করার জন্য টিউটেরিয়াল তৈরি করছিলাম, কিন্তু সফটি ওপেন করে যখন কম্পিউটার থেকে স্ক্রিন শট নিতে যাবো, তখনই পড়লাম বিপদে। কি হলো, কি হলো কিছুই বুঝেই উঠতে পারছিলাম না। মনে করলাম আমার কম্পিউটারের কী বোর্ডের স্ক্রিন শট নেয়ার বাটনটি কাজ করছেনা। কিন্তু না অন্য স্ক্রিন শট ঠিক নেয়া যাচ্ছে। শেষ পর্যন্ত সেই সফটের স্ক্রিন শট গুগল মামার কাছে ধার নিলাম এবং পোস্ট শেয়ার করলাম। মনের মধ্যে খটকা লেগে থাকলো। কেন সেই সফটের স্ক্রিন শট নেয়া যাবেনা!!! চিন্থা চলছে......... এর মাঝেই পেয়ে গেলাম সব ধরনের স্ক্রিন শট নেয়ার কাংখিত মহা মুল্যবান সেই Quick Screen Captureযেই সফটির স্ক্রিন শট নিতে পারিনি তারই স্ক্রিন শট দিয়ে আজকের পোস্ট শুরু করছি। হা বন্ধুরা মাত্র ১ মেগাবাইটের এই Quick Screen Capture প্রথমে ডাউনলোড করে নিন এবং রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিলেই পেয়ে যাবেন সেট আপ ফাইল সহ সিরিয়াল কী। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir ইন্সটল শেষে সিরিয়াল কী দিয়ে ফুল ভার্সন করে নিন এবং ডেস্কটপ আইকন থেকে Quick Screen Capture এ ডাবল ক্লিক দিয়ে টা ওপেন করুন। টাস্কবার আইকনে পেয়ে যাবেন Quick Screen Capture এর প্রতীক, সেখানে ক্লিক দিয়ে কম্পিউটারের পর্দায় যে স্ক্রিন শটটি নিতে চান তা পর্দায় বহাল রেখে Capture এ ক্লিক দিন ও পছন্দ মত জায়গায় তিনটি ফরম্যাটে তা সেভ করে নিন। নিচে দেখে নিন এই সফটের স্ক্রিন শট--------
লাল রঙ্গে চিহ্নিত দাগের মধ্যে স্ক্রিন শটটির এডিটিং সহ বিভিন্ন বর্ডার, রিসাইজ সহ অনেক টুলস পাবেন। পছন্দ মত টুলস নিয়ে স্ক্রিন শটটির সম্পাদনার কাজ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা উপভোগ করুন Quick Screen Capture এর মজা। ভাল থাকবেন সবাই।
Quick Screen Capture ডাউনলোড করতে নিচের ব্যানারে ক্লিক দিন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১১.০৫.২০১৪
Leave a comment