আজ আপনাদের সামনে নিয়ে এলাম Portable Clean Disk Security 7.77 নামের পোর্টেবল সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল ড্রাইভ থেকে ০৯টি পদ্ধতিতে হার্ড ডিস্ক পরিস্কার করে কম্পিউটারকে করতে পারেন আরও গতিময়। এ জন্য আপনাকে এখান থেকে Portable Clean Disk Security 7.77 ডাউনলোড করে নিয়ে rar ফাইলকে Extract করে নিয়ে Portable Clean Disk Security 7.77.exe তে ডাবল ক্লিক দিলেই নিচের চিত্রের মত পাবেন ও হার্ড ডিস্ক পরিস্কার করতে শুরু করে দিন। মাত্র ১.৮১ মেগাবাইট ।
যদি আপনি প্রথমে C ড্রাইভকে পরিস্কার করতে চান তাহলে Drive to secure এ C ড্রাইভ সিলেক্ট করে নিন। এরপর আপনি এক এক করে অথবা এক সঙ্গে পরিস্কার করে নিতে পারেন যথাক্রমে-
- ফ্রী স্পেস
- Slack স্পেস
- Recent files list
- রিসাইকেল বিন
- টেম্প ফোল্ডার
- ইন্টারনেট ব্রাউজার Cache
- HIstory Recodrs
- ইন্টারনেট Cookies
- Proceas Plugins
- Windows Clipboard
সতর্কবার্তা আপনাদের জন্য, View অপশনে ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন, এখানে কোন অপশনে ক্লিক করবেন না, কেননা আপনার প্রোগ্রাম ফাইল থেকে কোন কিছু মুছে গেলে আমি দায়ী থাকবো না।
- তবে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে চিরতরে সব ডাটা মুছে ফেলতে চাইলে এই অপশন টি ব্যবহার করতে পারেন।
মোঃ জাকির হোসেন
১৭.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
Leave a comment