যারা ডেস্কটপকে একটু ভিন্ন আমেজে সাজাতে চান তাদের জন্য দারুন দারুন কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার শেয়ার করতে চাই। যা ব্যবহার করে আপনিও বেশ মজা পাবেন। আমি যে এ্যানিমেটেড ওয়ালপেপার কথা বলছি সেটা পানিতে ভেসে বেড়াবে আপনার ডেস্কটপ। কি বিশ্বাস হচ্ছে না, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন । সিরিয়াল নাম্বারের জন্য এখান থেকে কিগান ডাউনলোড করে নিন। সফটটি মাত্র ১.১৭ মেগাবাইট। Watery Desktop 3D নামের সফটটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ডেস্কটপ আইকনে ক্লিক করলেই টাস্কবার আইকন আসবে আপনি এখান থেকে স্ক্রীন সেভারের গতি নিয়ন্ত্রন করতে পারেন। তাহলে দেরী না করে ডাউনলোড করে নিন। সংগে আরও বেশ কিছু এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করার লিংক ও নমুনা। দেখে নিন।
এখান থেকে বিভিন্ন ধরনের এ্যানিমেটেড ওয়ালপেপার ডাউনলোড করে নিতে পারেন http://www.push-entertainment.com/products.html
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৬.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
Pl'z Give me---- Watery Desktop 3D----Registration Code.
দেখুন কিগান আপডেট করা হয়েছে ট্রাই করে দেখতে পারেন।