বন্ধুরা আপনারা যারা কম্পিউটার অপারেটর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অথচ আপনার টাইপিং এ হাতের গতি এত ধীর যে, আপনি ইন্টারভিউ বা পরীক্ষা দিতে ভয় পান। আপনার হাতের কাছে যদি কম্পিউটার থাকে তাহলে আর ভয় নেই। হাতের স্পিড বাড়ানোর জন্য আর কোন প্রশিক্ষকের প্রয়োজন নেই। ছোট একটি সফটওয়্যার আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে। সফটওয়্যারটি হচ্ছে TypingMaster_Pro_v7.0.1.763 হা বন্ধুরা সত্যি বলছি। পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। মাত্র ৩.৬৯ মেগাবাইট। ডাউনলোড করার পর rar ফাইলকে Extract করলে আপনি এই TypingMaster_Pro_v7.0.1.763 exe ফাইলে ডাবল ক্লিক করেই টাইপিং প্র্যাকটিসের কাজ শুরু করে দিতে পারেন। নিচের চিত্রটি দেখুন
এখানে আপনি ১২টি কোর্স পাবেন, সাথে সময় নির্ধারণ করা থাকবে। আপনি কেমন করলেন তা দেখা যাবে। তাছাড়া Review, Typing Test, Games, Statistics আপনি দেখে নিতে পারেন আপনার পারফর্ম, Typing Test এ পরীক্ষা দিতে পারেন, Games আকারে টাইপ করে হাতের স্পিড বাড়াতে পারেন। তো বন্ধুরা আর দেরী না করে এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দিন। আপনিও হয়ে উঠুন একজন দক্ষ কম্পিউটার অপারেটর। ভাল ও সুস্থ্য থাকুন এই কামনায়-
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৪.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন
Tags:
সফটওয়্যার
Leave a comment