আপনি আপনার পছন্দ মত ভিসিডি/ ভিডিও কাটার পাচ্ছেন না। আজ নিয়ে এলাম VCDCUTER 4.04 FULL RETAIL নামের ভিসিডি কাটার। অর্থাৎ MPG, ভিডিও সিডি অথবা AVI ফাইলকে পছন্দ মত কেটে নিয়ে বানাতে পারেন মুহুর্তে mpg, m1v ও mp3 হিসেবে। এ জন্য আপনাকে VCDCUTER 4.04 FULL RETAIL.rar ফাইলকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, কোন ইন্সটলের ঝামেলা নাই। পোর্টেবল সফটওয়্যার। মাত্র 647 KB ডাউনলোড করার পর rar ফাইলকে Extract করুন। পেয়ে যাবেন VCDCUT.EXE ফাইলটি ওপেন করেন এবং নিচের চিত্র অনুযায়ী কাজ শুরু করে দিন
প্রথমে যে ভিডিও ফাইলকে আপনি কাটতে চান তা File এ ক্লিক করে Open MOvies এ যান এবং ভিডিও ফাইলকে সিলেক্ট করুন। পেলে বাটনে ক্লিক করে যতটুকু কাটতে চান তার জন্য ধাপে ধাপে এগিয়ে যান।
১. step 1 ক্লিক দিয়ে শুরু টা কোথায় থেকে করবেন টা সিলেক্ট করুন।
২. step 2 এ ক্লিক দিয়ে শেষ অংশ টুকু সিলেক্ট করুন।
৩. step 3 তে ক্লিক দিন।
৪. step 4 এ ক্লিক দিয়ে ফাইলটি কোথায় রাখবেন তা নাম লিখে দেখিয়ে দিন। সেভ করতে পারেন তিনটি ফরম্যাটে, mpg, m1v ও mp3 হিসেবে।
৫. Extract Frame এ ক্লিক দিলেই আপনার কাংখিত কাটা ভিডিও অংশটি পেয়ে যাবেন।
তো বন্ধুরা পেয়ে গেলেন দারুন এক ভিডিও কাটার, ব্যবহার করুন আনন্দে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.০৯.২০১১
Tags:
সফটওয়্যার
Leave a comment