অলসতা লাগছে, আপনি ওয়ার্ডে কাজ করলেন অথচ প্রুফ দেখবেন না, তা কেমন হয়? ভুল হতেই পারে। আর এই ভুল টি ধরিয়ে দেবার জন্য আপনাকে বড় বড় লেখা চোখ দিয়ে না দেখে শুনতে পারেন। কিভাবে? TextAloud দিয়ে। মাত্র ১৭.৮ মেগাবাইটের এই সফটটি ইন্সটল করে আপানার লেখা (অবশ্যই ইংরেজী হতে হবে) টি TextAloud ওপেন করে নিয়ে এখানে নিন এবং speak এ ক্লিক করেন, দেখুন সুন্দর ভাবে আপনার লেখা গুলি পড়ে দিচ্ছে। আপনি চোখ বন্ধ করে তা শুনে নিতে পারেন। তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করুন। ফুল ভার্সন করার জন্য ক্র্যাক ফাইল দেয়া আছে। অনেকের কাছে এই সফটটি থাকতে পারে, যাদের কাছে নাই তাদের জন্য।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৮.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
Leave a comment