আপনাদের দিচ্ছি আজ ফটোশপের বিকল্প PhotoFiltre নামের একটি ছোট সফটওয়্যার। যা দিয়ে ফটোশপের প্রায় সকল কাজই করতে পারবেন। এটি একটি পোর্টেবল সফটওয়্যার ইন্সটলের কোন ঝামেলা নেই। জিপ ফাইলকে Extract করে আপনি ছবির এডিট কাজ সম্পন্ন করতে পারেন। জিপ ফাইল মাত্র ১.৮৮ মেগাবাইট। Extract করার পর আপনি PhotoFiltre.exe নামের ফোল্ডারে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন।
যারা ফটোশপে কাজ করে অভ্যস্ত তাদের কোন কিছু বলারই প্রয়োজন নেই, একনজর দেখলেই বুঝে নিবেন কি ভাবে এটা দিয়ে ছবির কাজ করতে হয়। তারপরও বলি এতে পাবেন মাস্ক, ব্যাকগ্রাউন্ড এ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, ইমেজ রিসাইজ সহ আরও অনেক অনেক কিছু। ছবির কাজ শেষে File এ গিয়ে ছবি Save As করুন। ব্যাস কাজ হয়ে গেলো।
আপনাকে আর বড় বড় সাইজের ফটোশপ সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করতে হবে না, ইচ্ছে করলে পেন ড্রাইভে নিয়ে যে কোন কম্পিউটারে বসে ছবির কাজ অনায়াসে করতে পারবেন। তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন এবং কাজ করে উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৩.০৯.২০১১
আমার যত লেখা পিসি হেল্প লাইন বিডিতে পাবেন।
Tags:
ফটোশপ
Leave a comment