- By Zakir Hossain
-
Postado Sunday, June 1, 2014
at 9:54 PM
বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গেয়ে............... কি বন্ধুরা নেট চালাতে চালাতে মন খারাপ হয়ে গেছে। কোন চিন্থা নেই আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর এক অপশন। হটাত পেয়ে গেলাম, তাই আপনাদের মাঝে বিতরণ করার ইচ্ছা নিয়ে আজকের এই পোস্ট Indo Bangla online radio নামের পোর্টেবল একটি সফট যার ওজন মাত্র ২২৪ কেবি। Bangla online radio নামের এই সফট যা দিয়ে আপনি বাংলাদেশ ও ভারতের এফ এম ব্যান্ড সহ বিভিন্ন বেতারের সঙ্গীত সহ সংবাদ শুনতে পারবেন নেট চালু অবস্থাতে। তাহলে আর দেরী কেন প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Indo Bangla online radio নামের সফটটি। এর পর রার ফাইল এক্সট্রাক্ট করুন, এক্সট্রাক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ এরপর নিচের চিত্রের মত পাবেন-----------------
উপরের চিত্রে বাম দিকে ড্রপ ডাউন মেন্যুতে বাংলা অন লাইন রেডিও ও ডান দিকে ভারতের বিভিন্ন রেডিও ষ্টেশনের নাম সিলেক্ট করলেই কিছুক্ষনের মধ্যে ভেসে আসবে সেই কেন্দ্র থেকে প্রচারিত গানের সুমুধুর ধ্বনি। তাহলে আর মন খারাপ নয় মনের আনন্দে গান শুনুন আর নেট চালান। সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৩.০৬.২০১৩
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment