বেশী দিন আগের কথা নয় ছবি তোলার স্টুডিও গুলিতে ছিল সাদা কালো ছবির যুগ। রঙ্গিন ছবি কল্পনা করা ছিল দূরহ ব্যাপার। এখনও অনেকের কাছে মজুদ আছে স্মৃতিময় অনেক আপন জনের সাদা কালো ছবি। এ্যালবাম খুলে দেখলেই পাওয়া যাবে। হা বন্ধুরা সেই সব সাদা কালো ছবিকে রঙ্গিন করে তুলতে আপনাদের সামনে নিয়ে এলাম Black Magic Pro নামের পোর্টেবল সফট মাত্র ২.০৮ মেগাবাইট। সাদা কালো ছবিকে স্ক্যানার দিয়ে আপনার কম্পিউটারে নিন এবং ঐ ছবিকে রঙ্গিন করে তুলুন খুব সহজ নিয়মে। এই জন্য প্রথমে আপনাকে Black Magic Pro কে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করে নিলেই পেয়ে যাবেন Black Magic Pro নামের ফাইলটি, সেটি ওপেন করুন পেয়ে যাবেন blackmagic নামের ফাইল। এতে ডাবল ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন----
এখানে ১ চিহ্নিত স্থানে পাবেন বিভিন্ন অপশন যেমন- যে ছবিকে রঙ্গিন করতে চান তা সিলেক্ট করার উপায় সহ কালার মিক্সিং করার বিভিন্ন মাধ্যম এবং কাজ শেষে ছবিকে JPEG তে সেভ করার অপশন।
২ নং চিহ্নিত স্থানে পাবেন দেহের প্রতিটি অঙ্গের কালার মিশ্রনের টুলবার। এমনকি প্রকৃতি ও পরিবেশের সাথে কালার মিশ্রনের দারুন উপায় গুলির টুলবার।
তাহলে বন্ধুরা রঙ পছন্দ করে নিয়ে সাদা কালো ছবিকে রঙ্গিন করে তুলুন শুধু মাউজ দিয়ে টেনে টেনে। ভুল হলে সমস্যা নেই আছে ইরেজার। তা দিয়ে মুছে ফেলুন ভুল জায়গায় রঙ হলে। একেবারে ডান দিকে পাবেন ব্রাশ ছোট বড় করার অপশন। আর দেরি কেন কাজে নেমে পড়ুন। তার আগে দেখে নিন আমি যে সাদা কালো ছবিকে রঙ্গিন করে তুলেছি তার ছবি।
সাদা কালো ছবি
এবার দেখুন রঙ্গিন করা ছবিটি
বন্ধুরা ধৈর্য সহকারে সাদা কালো ছবিকে রঙ্গিন করে নিন, আরও করে তুলুন স্মৃতিময়। সংগ্রহে রাখার মত একটি সফট, যেকোন দিন কাজে লেগে যেতে পারে।
নিচের ব্যানারে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন Black Magic Pro
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৭.০৪.২০১৪
Tags:
ফটোশপ
Stainless Steel - Titanium Art | TITIAN ART
TITIAN ART by TITIAN ART. · TITIAN titanium easy flux 125 amp welder ART · TITIAN ART · TITIAN titanium dive watch ART. TITIAN ART 출장안마 · TITIAN ART. titanium bar stock TITIAN ART · remmington titanium TITIAN ART. TITIAN ART. TITIAN ART. TITIAN ART. TITIAN ART. TITIAN ART. TITIAN ART. TITIAN ART. TITIAN ART.