বর্তমান তথ্য প্রযুক্তির দুনিয়ায় কম্পিউটার সর্বজন গ্রহন যোগ্য। একে বাদ দিয়ে কোন কিছুই কল্পনা করা যায় না। দিনে দিনে নতুন প্রজন্ম সহ সকল বয়সের মানুষদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্যে পরিণত হয়েছে, এই কম্পিউটার। তাই কম্পিউটার ব্যবহার সহ এর নানা ধরনের কৌশলগুলি প্রশিক্ষনের জন্য প্রশিক্ষনার্থিদের ভিডিও চিত্রের প্রয়োজন হয়ে পড়ে। আর এই ভিডিও চিত্র ধারন করার জন্য আপনাদের সামনে নিয়ে এলাম খুব সহজ পদ্ধতির স্বল্প মাত্রার মাত্র ৩.৭০ মেগাবাইটের FastStone Capture নামের সফট। এর ব্যবহার খুব সহজ। এটি দিয়ে শুধু ভিডিও চিত্র তৈরি করাই নয়, কম্পিউটারের স্ক্রিন শট সহ ইচ্ছে মত আকারে কেটে ছেঁটে রঙ্গ করে ৮টি ফরম্যাটে সেভ করে নিতে পারেন। এতক্ষন স্ক্রিন শট নেয়ার কথা বললাম। এবার আসি কিভাবে ভিডিও চিত্র ধারন করবেন সেই কথায়। প্রথমে FastStone Capture কে ডাউনলোড করে নিন। রার ফাইল পাবেন। রার ফাইলকে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন FSCaptureSetup70 নামের সেটআপ ফাইল ও কীজেন ফাইল। এক্সটারক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir প্রথমে একে ইন্সটল করুন এবং পরে কীজেনে ক্লিক দিয়ে সিরিয়াল নাম্বার নিয়ে একে ফুল ভার্সন করে নিন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন পাবেন FastStone Capture নামে, এতে ডাবল ক্লিক করুন। টাস্কবারেও পাবেন FastStone Captureএবং ঠিক নিচের চিত্রের মত পাবেন-----
এখানে আপনি যা করতে চান সেই অপশনে ক্লিক করুন। ধরে নিলাম আপনি ভিডিও চিত্র ধারন করতে চান, তাহলে আপনি Screen Recorder এ ক্লিক দিন। টাস্কবারের উপরে ঠিক নিচের চিত্রের মত পেয়ে যাবেন। এবারে আপনি সিলেক্ট করুন আপনি ঠিক কম্পিউটারের ঠিক কোন জায়গার ভিডিও ধারন করতে চান-------
এবারে Record এ ক্লিক দিয়ে ভিডিও চিত্র ধারন করা শুরু করে দিন। ভিডিও চিত্রটিতে মাউজ পয়েন্টার দেখা যাবে। Record এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন-------
এখানে Start এ ক্লিক দিলেই ভিডিও ধারন করতে শুরু করবে।
এবারে ভিডিও চিত্র ধারন হয়ে গেলে নিচের টাস্কবারে হলুদ রঙের বারে আপনি Stop করার অপশন পাবেন, তাতে ক্লিক দিন এবং পছন্দমত জায়গায় ভিডিওটি সেভ করে নিন।
তাহলে বন্ধুরা বহু কাজের কাজী FastStone Capture কে উপভোগ করুন মনের আনন্দে এবং সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
FastStone Capture কে ডাউনলোড করুন নিচের GIF ইমেজে ক্লিক দিয়ে
বিঃদ্রঃ- পিসি হেল্পলাইন বিডি ব্লগের লেখক ও পাঠকদের সমন্বয়ে ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে আপনি ব্লগ ও লেখা সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাখতে পারেন। আজই যোগ দিন। গ্রুপ লিংক-https://www.facebook.com/groups/654387877948822/
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৮/০৫/২০১৪
Leave a comment