ছবির মান ঠিক রেখে কিভাবে ছবির ফাইলের সাইজ কমানো যায়? আজ হাতের কাছে সফট টি পেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। সফট টির নাম FILEminimizer Pictures মাত্র ৪.৮৫ মেগাবাইট। এটি ছবির মান কে ঠিক রেখে স্বয়ংক্রিয় ভাবে কম্প্রেস করে ফাইলের সাইজ কে কমিয়ে আনে। কি বিশ্বাস হচ্ছেনা? তাহলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন FILEminimizer Pictures কে তারপর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিলে পেয়ে যাবেন সেট আপ ফাইল। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন----------------------
এবার ধাপে ধাপে টিপস টি অনুসরন করুন।
- যে ছবি গুলিকে কম্প্রেস করতে চান তা সিলেক্ট করুন।
- কম্প্রেস করা ফাইল গুলি কোথায় রাখবেন তা দেখিয়ে দিন।
- কম্প্রেস করার জন্য Optimize Files এ ক্লিক করুন দেখুন স্বয়ংক্রিয় ভাবে ফাইলের সাইজকে কমিয়ে দিয়েছে।
- Custom Compression করতে চাইলে এখানে ক্লিক দিয়ে কত সাইজে করবেন তা সিলেক্ট করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৫.০৭.২০১২
Tags:
ফটোশপ
Leave a comment