হা বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি, সুন্দর একটি সফট নিয়ে। যা দিয়ে আপনি আপনার পছন্দ অনুসারে ছবি দিয়ে এ্যানিমেটেড স্ক্রিন সেভার তৈরি করে আপনার ডেক্সটপ কে দিতে পারেন ভিন্ন মাত্রার স্বাধ। সফটির নাম Animated Screensaver Maker মাত্র ১০.৮ মেগাবাইট। প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং উইন রার দিয়ে এক্সট্রাক্ট করার পর ইন্সটল করুন। এক্সট্রাক্ট করার সময় পেয়ে যাবেন সিরিয়াল কি তা দিয়ে রেজিঃ করে নিন। তাহলে কিভাবে কাজ করবেন তা একবার দেখে নেয়া যাক। ইন্সটল করার পর ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে সফট টি ওপেন করুন তাহলে নিচের চিত্রের মত পাবেন---------------------
১। আপনি এখানে প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারেন।
২। এখানে আপনি যে ছবিকে স্ক্রিন সেভারে রাখতে চান তা সিলেক্ট করুন।
৩। আপনি এখানে কোন ধরনের এ্যানিমেশন চান তা সিলেক্ট করুন।
৪। Create Sccrensaver এ ক্লিক দিয়ে আপনি স্ক্রিন সেভার হিসেবে আপনার মনোনীত ছবিকে ইন্সটল করে নিতে পারেন।
৫। এখানে আপনি এ্যানিমেশন কে বিভিন্ন রুপ দিতে পারেন।
তো বন্ধুরা সফট টি কাজে লাগিয়ে দেখুন কেমন লাগে। আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগছে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১২.০৭.২০১২
Tags:
ফটোশপ
Leave a comment