আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের র্যাম কে পরিস্কার করে কম্পিউটারের গতিকে ঠিক রাখতে পারেন। সফট টির নাম WinCleaner Memory Optimizer এটি ইন্সটল করে ম্যানুয়ালি আপনি আপনার কম্পিউটারের মেমোরিকে অপ্টিমাইজ করে নিয়ে মিনিমাইজ অথবা ক্রস চিহ্ন তে ক্লিক করে রেখে দিতে পারেন। আবার পিসি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী একে ব্যবহার করতে পারেন। WinCleaner Memory Optimizer সফট টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন। মাত্র 925 KB ডাউনলোড করার পর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিয়ে WinCleaner Memory Optimizer পিসি তে ইন্সটল করে নিন। ইন্সটল করার পর ডেক্সটপ আইকন এ ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি আপনার লক্ষ মাত্রা ঠিক করে নিয়ে Optimize Ram এ ক্লিক দিন দেখুন নিচের চিত্রের মত র্যাম কে পরিস্কার করে দিয়েছে।
উল্লেখ্য আপনি এখানে আপনার কম্পিউটারের CPU Info জানতে পারবেন। এটি সব অপারেটিং সিস্টেমে চলার উপযোগী। তো বন্ধুরা দেরি না করে ব্যবহার করুন সম্পূর্ণ ফ্রি WinCleaner Memory Optimizer এবং উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.০৭.২০১২
Tags:
সফটওয়্যার
Leave a comment