
এবার আপনি Scan for Issues এ ক্লিক দিন। দেখুন কিছুক্ষন পরে মিসিং ফাইল গুলিকে দেখা যাবে এবং এবার Fix Selected Issuses এ ক্লিক দিয়ে Fix করে দিন। চলুন এবার দেখি কিভাবে অপ্রয়োজনীয় ফাইল গুলিকে মুছতে হবে। Cleaner এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি Windows ক্লিক দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরার, সিস্টেম ও এডভান্সের বিভিন্ন অপ্রয়োজনীয় ফাইল যেমন- Temporary files, history, cookies, Autocomplete form history, index.dat. Recycle Bin, Recent Documents, Temporary files and Log files এ গুলিকে মুছে দিতে পারেন এবং Applications এ ক্লিক দিয়ে ফায়ার ফক্স, গোগল ক্রম, সাফারি, অপেরার Temporary files, history, cookies, download history, form history. মুছে দিয়ে পিসিকে ক্লিন করে দ্রুত করে নিতে পারেন। এ জন্য আপনাকে যা করতে হবে, আপনি যে গুলি ক্লিন করতে চান তা সিলেক্ট করুন এবং Analyze এ ক্লিক দিন কিছুক্ষন পর সি ক্লিনার এর উইন্ডোতে অপ্রয়োজনীয় ফাইল গুলি দেখা যাবে এবং এবার Run Cleaner ক্লিক দিন। দেখুন সব পরিস্কার হয়ে গেছে। এভাবে মাঝে মাঝে পিসি কে ক্লিন করে পিসি কে দ্রুত গতির মানে বহাল রাখুন।
ডাউনলোড লিংক পেতে এখানে ক্লিক দিন
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৩.১২.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।

Tags:
সফটওয়্যার
Leave a comment