আজ আমি একটি সুন্দর টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ কোন সফটওয়্যার নিয়ে আলোচনা করবোনা। আজকে জানবো কিভাবে আপনার অপারেটিং সিস্টেমে ডেস্কটপ এ Safely Remove Hardware সর্ট কার্ট আইকন তৈরি করে, তা থেকে USB/Memory Card সহ ইত্যাদি Safely Remove করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ডেস্কটপে মাউজ দিয়ে ডান ক্লিক করুন ও New সিলেক্ট করুন এবং Shortcut অপশন সিলেক্ট করে নিন, তাহলে নিচের চিত্রের মত পাবেন।
এবার আপনি নিচের চিত্রের মত আসলে ব্রাউজ এর ঘরে নিচের এই লেখাটি ঠিক কপি করে পেস্ট করে দিন এবং Next ক্লিক করুন।
RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll এবার নিচের চিত্রের মত এলে
আপনি শুন্য ঘরে Safety Remove USB লিখে Finish ক্লিক দিন। ব্যাস কাজ শেষ তৈরি হয়ে গেল Safety Remove USB র ডেস্কটপ আইকন। এখন আপনি ঐ আইকনে ডাবল ক্লিক করলে Safely Remove করতে পারবেন USB/Memory Card সহ ইত্যাদি। এই পদ্ধতিটি Window 7/Vista and Window XP র জন্য প্রযোজ্য। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ধন্যবাদ সহ
মোঃ জাকির হোসেন
২৪.১২.২০১২
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
পিসি টিপস
Leave a comment