যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare নামের দারুন এক সফটওয়্যার, যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবং সে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন। এজন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে BatteryCare মাত্র ১.২৯ মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকন এ BatteryCare এর আইকন এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
এখানে আপনি Settings এ ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন
আপনি এখানে Notifications, Power Plans ও Advanced এ বিভিন্ন অপশন পাবেন, তা ঠিক করে নিয়ে এই সফট টি ব্যবহার করতে পারেন। আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘজীবী হোক।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১১.১২.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
Leave a comment