আজ আপনাদের সামনে লেখা পড়া বিশয় নিয়ে হাজির হয়েছি। ইংরেজি গ্রামারে আমি বরাবর ই কাঁচা। পেয়ে গেলাম একটি ছোট সফট যার নাম GRAMMAR 3D । হাতে পেয়ে দেখলাম এবং বুঝলাম। তারপর আপনাদের সামনে কখন হাজির করবো এই চিন্থায় বিভোর ছিলাম। যাক শেষ পর্যন্ত লিখতে বসে গেলাম। আপনার ও আপনার পরিবারের যারা লেখা পড়া করছে তাদের কাজে লাগবে। পোর্টেবল টাইপের এই GRAMMAR 3D সফট টি শুধু ডাবল ক্লিক করলেই চালু হয়ে যাবে ঠিক নিচের চিত্রের মত------------------ এখানে START এ ক্লিক দিন নিচের চিত্রের মত পাবেন--------------------- এখানে আপনি গ্রামারের বিভিন্ন ক্যাটাগরির ৩৪ টি অপশন পাবেন। আপনাকে যা করতে হবে 1, 2, 3 এই ভাবে চক্রাকারে চিহ্নিত স্থানে শুধু ক্লিক করে লেভেল এ ক্লিক দিয়ে গ্রামারের পাঠ গুলি শিখে নিতে পারেন। তো বন্ধুরা এখুনি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক দিন মাত্র ৩.৯৮ মেগাবাইটের এই সফট টি আপনার ও আপনার পরিবারের সদস্যদের মাঝে কাজে লাগান।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৯.০৮.২০১২
Tags:
সফটওয়্যার
Leave a comment