আজ আপনাদের জন্য আরও একটি ছবি এডিট করার সফট নিয়ে এলাম। এটির নাম LightBox Free Image Editor এতে আপনি স্বয়ংক্রিয় ভাবে ছবিকে সম্পাদনা করতে পারবেন এবং ম্যানুয়ালি ছবির উজ্জলতা, কালার পরিবর্তন সহ বিভিন্ন অপশন এ ছবিকে এডিট করে সুন্দর করে নিতে পারেন। এই জন্য LightBox Free Image Editor সফটওয়্যার টিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এর পর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করার পর সেটআপ ফাইল পাবেন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করে সফট টি ওপেন করে ছবি এডিটের কাজ শুরু করে দিন। সম্পুর্ন ফ্রি এই সফট টি। আপনি ফ্রি হিসেবে ব্যবহার করুন। সব অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার যোগ্য।
প্রথমে ফ্রি আর ট্রায়াল ভার্সনের এই বিরক্তকর ডায়ালগ বক্স কে বিতারিত করার করার জন্য লাল ঘরে Dont ask me again......................... টিক চিহ্ন দিয়ে দিন তাহলে আর এই ডায়ালগ বক্স আর আসবেনা।
তো বন্ধুরা ব্যবহার করুন LightBox Free Image Editor মনের আনন্দে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৪.০৭.২০১২
Tags:
ফটোশপ
খুব ভাল একটা ব্লগ..................