আপনি ফাইল বা ফোল্ডার খুজে পাচ্ছেন না। অপারেটিং সিস্টেমের সার্চ অপশন অনেক দেরী করে। আপনাদের জন্য তাই নিয়ে এলাম খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রয়োজনীয় ফাইলটি খুজে দেবে কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে Everything-1.2.1.371 নামের পোর্টেবল সফটওয়্যারটি।
পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। মোটামুটি সব অপারেটিং সিস্টেমে এটি চলবে। মাত্র ৩৭০কেবি। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। উইন রার দিয়ে এক্সট্রাক্ট করার পর Everything-1.2.1.371 নামের ফাইলটি তে ডাবল ক্লিক করে কাজ শুরু করে দিন। কিভাবে করবেন নিচের চিত্র দেখে তা বুঝে নিন-------------------
প্রথমে লাল চিহ্নিত জায়গায় ফাইলের নাম লিখুন দেখুন কত দ্রুত হার্ড ডিস্কের কোথায় আপনার ফাইলটি রক্ষিত আছে তা নিমিষেই খুজে দিবে।
তো বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৭.০৭.২০১২
Tags:
সফটওয়্যার
Leave a comment