বয়স জানার জন্য আর খাতা কলম এর হিসেব নিকেশ লাগবে না। আপনার বয়স জানার জন্য নিয়ে এলাম AgeCalculator পোর্টেবল সফটওয়্যার। ইন্সটলের কোন ঝামেলা নেই মাত্র 520.27 কিলোবাইট। ডাউনলোড করুন এখান থেকে। rar ফাইল Extract করুন। পেয়ে যাবেন পোর্টেবল exe ফাইলটি। ডাবল ক্লিক করলেই ওপেন হবে। আপনার জন্ম তারিখ বাম পাশে দিন, স্বয়ংক্রিয় ভাবে ডান দিকে চলমান তারিখ পেয়ে যাবেন। আর আপনি যে তারিখে বছর,মাস ও দিন জানতে চান ডান দিকে তা উল্লেখ করতে পারেন। আপনি দুইটি পদ্ধতিতে বয়স জানতে পারবেন। একটি বছর,মাস ও দিন। অপরটি মোট কত বছর, কত মাস ও কত দিন। তাহলে ব্যবহার করে দেখুন দারুন এই সফটওয়্যারটি। তারিখে ক্লিক পড়লেই বয়স জানা যাবে। তাহলে ব্যবহার করেই দেখুন।
চিত্র নং-১
চিত্র নং-২
ধন্যবাদ সহ-মোঃ জাকির হোসেন
১৪.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন
Tags:
সফটওয়্যার
দারুন হইছে ভাই।চালিয়ে যান।:-)
ইউসুফ ভাই আমার খুব ভাল লাগলো, আপনি আমার ব্লগে মন্তব্য করেছেন বলে, আপনাকে অনেক ধন্যবাদ।
bai apne onak valo manus