আজ আপনাদের একটা মজার কাজের সফটওয়্যারের কথা বলতে এসেছি। আপনারা বিভিন্ন ধরনের ফোল্ডার লোক, হাইড, এ ধরনের সফট এর কথা শুনেছেন এবং ব্যবহার করে আসছেন। যদি এমন কোন সফটওয়্যার পাওয়া যায়, যা দিয়ে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ, সিডি, ইউ এস বি সহ লক কিংবা হাইড করে রাখা যায় আপনার ইচ্ছে অনুসারে, তাহলে কেমন হয়। হা বন্ধুরা আজ এমনই একটি সফটওয়্যার এর কথা বলবো। যার নাম হল Hide My Drives। এটা দিয়ে আপনি কম্পিউটারের যে কোন ড্রাইভকে লুকানো, লক করে রাখতে পারেন। তাহলে দেখে নেই এটি কিভাবে কাজ করে, নিচের চিত্রটি দেখুন
সফটটি ইন্সটল করার পর ডেস্কটপ আইকন থকে Hide My Drives এ ডাবল ক্লিক করলে, উপরের চিত্রের মত আসবে, সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন, না ভয় পাবার কিছু নাই, আপনাকে Patch ফাইলকে কপি করে যথারীতি C ড্রাইভ এ প্রোগ্রাম ফাইলে যেখানে Hide My Drives ফোল্ডার টি আছে তা ওপেন করে পেস্ট করুন। আর উপরের চিত্রে যেখানে ক্রস চিহ্ন আছে, তাতে ক্লিক করে ক্লোজ করে দিন। এবার নিচের চিত্রটি দেখুন এবং কিভাবে ড্রাইভ লুকানো বা লক করা যায় এবং সফটটি পাসওয়ার্ড দিয়ে রাখা যায় তা দেখে নেয়া যাক।
উপরের চিত্র অনুসারে আপনি যে ড্রাইভ টি হাইড বা লক করতে চান তাতে টিক চিহ্ন দিন, আপনি সফটওয়্যারটি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাইলে Password এ ক্লিক দিয়ে Password দিন এবং Apply করে OK করুন ও পিসি রিস্টার্ট দিন, দেখুন আপনি ঠিক যেমনটি চাইছিলেন, ড্রাইভ হাইড বা লক হয়ে আছে। আপনি ইচ্ছে করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারেন। আপনি যে ড্রাইভ গুলি হাইড বা লক করেছেন তা থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে পিসি রিস্টার্ট দিন, দেখুন আবার পূর্বের অবস্থায় ড্রাইভ ফিরে এসেছে। Hide My Drives 1.6 সফটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন মাত্র ৭৬৪.৭২KB ও rar ফাইলকে Extarct করে ইন্সটল করে উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৭.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
this software is 64 bit OS...