এবং ডান দিকের প্যানেল এ নতুন করে এই ভেলু গুলি তৈরি করুন "MaxConnectionsPerServer" and "MaxConnectionsPer1_0Server".
ঠিক নিচের চিত্রের মত
ডান ক্লিক করে তৈরি করুন new DWORD value একটির নাম দিন MaxConnectionsPerServer ও অপরটি MaxConnectionsPer1_0Serverএবং নতুন ভেলু তৈরি হয়ে গেলে ভেলু ডাটা ০ থাকলে তা মডিফাই করে ৬ করে দিন উভয়েরই ঠিক নিচের চিত্রের মত এবং OK করুন।
এবার registry editor বন্ধ করুন এবং পিসি রিস্টার্ট দিন। দেখুন আপনার পিসির ইন্টারনেট এক্সপ্লোরারের গতি অনেক গুন বেড়ে গেছে।
অতি পুরাতন বিভিন্ন ভারতীয় বাংলা হিন্দী গান আপনি ইচ্ছে করলে এক ক্লিকে আপনি শুনতে পারেন। কিভাবে ? খুব সহজ নিচের দুটি লিংকে যান ব্রাউজার ওপেন করে গান শুনুন। অন্য ব্রাউজারে কাজ থাকলে গানের লিংকটি মিনিমাইজ করে রেখে নতুন ব্রাউজার ওপেন করে কাজ করুন আর গান শুনুন।
১। বাংলা
২। হিন্দী
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২১.০৬.২০১১ আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতেযান অথবা সরাসরি এখানেদেখুন
পেন ড্রাইভ (মোবাইল মেমোরি) থেকে পিসিতে ভাইরাস ঢোকা কোন নতুন ঘটনা নয়। এ নিয়ে পিসি ব্যবহারকারীদের অনেক জালা সইতে হয়। তাই আসুন পেন ড্রাইভ (মোবাইল মেমোরি) থেকে পিসিতে ভাইরাস ঢোকা চিরতরে বন্ধ করি। পেন ড্রাইভের মাধ্যমে যে ভাইরাসটি পিসিতে যায়, তার বেশীর ভাগ ট্রোজান জেনারেশনের,এ গুলিকে ওয়ার্ম বলে, এরা কোনটি আপনার পিসির এক্সেস ইন্টারনেটকে উন্মুক্ত করে দিয়ে ফোল্ডার অপশন গায়েব করা, হিডেন ফাইল শো না করা, নির্দিষ্ট সিস্টেম ফোল্ডার একসেস করতে না দেওয়া কিংবারেজিষ্ট্রি এডিটর বা সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি খুলতে না দেয়া এইভাইরাসগুলোর খুব সাধারন কাজ, অনেকেই এন্টিভাইরাস দিয়ে এর সমাধান করতে পারেন না এবং নিজের অজান্তেই ভাইরাস প্রবেশ করে পিসিতে। উইন্ডোজ ডিফল্ট অটোরান থাকলে সিডি,ডিভিডি রোম বা পেন ড্রাইভ নিজে নিজেই চালু হয়ে যায় এবং এই অটো রানের সুযোগে ভাইরাস পিসিতে ঢুকার সুযোগ নেই তখন, যখন আপনি মাই কম্পিউটারে গিয়ে ড্রাইভ খোলার জন্য ডাবল ক্লিক করেন তখন পেনড্রাইভের ভেতরে যদি কোন ভাইরাসথাকে তাহলে সে পেন ড্রাইভের ভেতরে একটি অটোরান নামের আই.এন.এফ ফাইলতৈরী করে রাখে। এই ফাইলে পেন ড্রাইভটি ওপেন করা মাত্রই যাতে ভাইরাসটিপিসিতে ঢুকে যায় সেই নির্দেশ দেয়া থাকে। এই ভাইরাস গুলি যাতে পিসিতে না ঢুকে আসুন তার ব্যবস্থা করি।
১।সর্বপ্রথমমাইকম্পিউটারওপেনকরেড্রাইভারগুলির Proferties গিয়ে Auto Play Take na action select করে সব auto play বন্ধ করে apply করে ok করুন।
২। উপরেরটি না করলে এভাবেও করতে পারেন। Start menu তে যানRun এ গিয়ে লিখুনgpedit.msc তারপর ok করুন, এরপর Group policy নামে নতুন উইন্ডো আসবে তাতে Administrative Templeats এ ক্লিক দিন এবং system- এ ডাবল ক্লিক দিন ডান পাশের বক্সের মেনুতে Turn off auto play এ enable করে দিন। নিচে আর একটি Administrative Templeats থাকবে সেটিও একি ভাবে করে দিন। কম্পিউটার রিস্টার্ট দিন।
৩। আটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য Start > Settings > Control panel > Administrative tools > Services -এ যান। সেখানেলিস্ট থেকে Shell Hardware Detectionখুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করেতার প্রপার্টিজে যান। সেখানে প্রথমে Startup typeএর কম্বোবক্স এর লিস্টথেকে Disabledসিলেক্ট করুন। এর পর Stop বাটনে ক্লিক করে Okকরুন। এর ফলেউইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে।
৪। যে কোন পেন ড্রাইভ (মোবাইল মেমোরি) ওপেন করার সময় সেটা ওপেন করতে Start > Programs > Accessories-এ গিয়ে Windows Explorerওপেন করুন। সেখানে দেখুন বামে একটিলিস্ট রয়েছে এবং ডানে একটি লিস্ট রয়েছে। বাম পার্শ্বের এরকম লিস্টকেট্রি-ভিউ লিস্ট বলা হয়। ট্রি-ভিউ লিস্টে মাই কম্পিউটারের উপর সিঙ্গেলক্লিক করলে তা এক্সপ্যান্ড হবে। এই ভাবে ট্রি-ভিউ লিস্টে যেই ফোল্ডার বাড্রাইভের উপর ক্লিক করা হবে সেই ফোল্ডার/ড্রাইভের ভেতরে যেই ফোল্ডারসমূহরয়েছে তা তার নিচেই খুলে যাবে আর ডানের লিস্টে খুলবে তার ভেতরের ফাইল এবংফোল্ডারসমূহ দুটোই। পেনড্রাইভের ক্ষেত্রে ফোল্ডর খুলতে অবশ্যই ট্রি-ভিউলিস্ট ব্যাবহার করুন। আর ফাইল খুলতে ডান পার্শ্বের লিস্ট ব্যবহার করুন।ভুল করেও ডান পার্শ্বের লিস্ট থেকে কোন ফোল্ডারের উপর ডাবল ক্লিক করেফোল্ডার ওপেন করবেন না। তাহলে সেই ফোল্ডারে ভাইরাস থাকলে সেটা অটোরান হয়েআপনার পিসিকে আক্রমন করবে।এর পূর্বে আপনি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিশ্চিত হন যে, পেন ড্রাইভে ভাইরাস নেই। তারপর ওপেন করুন। ৫। যে কোন বন্ধুর পেন ড্রাইভে (মোবাইল মেমোরি) আপনার কম্পিউটার থেকে কিছু দিতে চাইলেsend to করে পাঠান, যতদূর সম্ভব পেন ড্রাইভ ওপেন করা থেকে বিরত থাকুন।
প্রতিটি বার উপরের নির্দেশনা মেনে চলুন, তাহলে আপনার কপিউটারে পেন ড্রাইভ (মোবাইল মেমোরি) থেকে ভাইরাস প্রবেশ করে আপনাকে বিব্রত করতে পারবে না।
gif creator নামে এই সফটওয়্যারটি যে কোন ছবিকে Animation এ রুপান্তরীতকরবে। সবাই হয়তো বা এই সফটওয়ারটি নিয়ে জানেন , এটি একটি পোর্টেবলসফটওয়্যার ইন্সটল করতে হবে না ।চমৎকার সফটওয়্যার! ডাউনলোড করুন এখান থেকে এবং তৈরি করুন মজার মজার Animation
কম্পিউটার দ্রুত সাট ডাউন দেয়ার জন্য, উপযোগী পুরাতন টিপস নতুন করে, এই টিপসটি প্রথম আলো সহ দেশের প্রায় সবগুলো প্রত্রিকায় বেশ কয়েকবার প্রকাশিত হয়েছিল। যারা লিখেছিলেন তন্মধ্যে উল্লেখ্য নাম জনাব খালেদ মাহমুদ খান।( আরও অনেকে লিখেছেন যাদের নাম মনে রাখতে পারিনি বলে, তাদের কাছে ক্ষমা চাইছি ) আমি অবশ্য এই টিপসটি আমার এক ভাতিজা দিপুর কাছ থেকে পেয়েছিলাম। PC HELPLINE - এ প্রায় এই বিষয়ে অনেকে হেল্প চেয়ে থাকেন। যারা হেল্প করেন তাদের টিপসটি লিখে বারবার হেল্প করতে হয়। তাই নতুনদের জন্য আজ আমার এই বিষয়ে লেখা, চিত্র সহকারে উপস্তাপিত করছি, যাতে নতুনেরা খুব সহজে বুঝে নিতে পারেন। তাহলে দেখুন কিভাবে এটা শুরু করবেন।
প্রথমে start menu তে যান Run এ গিয়ে regedit লিখে OK করুন, এবার নিচের চিত্রের মত আসবে-
+ HKEY_LOCAL_MACHINE ক্লিক দিন + SYSTEM ক্লিক দিন তারপর CurrentControlSetক্লিক দিন তারপর Controlএ ক্লিক দিন তারপর নিচের চিত্রের মত আসবে
+ Session Manager এ ক্লিক দিন তারপর Memory Managementএ
ডাবল ক্লিক দিন নিচের চিত্রের মত আসবে
ডান পাশে ClearPageFileAtShutdown আসবে
এবার ClearPageFileAtShutdownরাইট
বাটন ক্লিক করে ভেলু ডাটা 0
করে
ok করুন
এবং পিসি রিস্টার্ট দিন, ব্যাস কাজ শেষ। এবার দেখুন আপনার কম্পিউটার দ্রুত বন্ধ
হচ্ছে।
অনেকেই মোবাইলে MP3 গান ডাউনলোড করে দেন বন্ধুদের অথবা ব্যাবসার কারণে। যদি ঐ MP3 গানটিতে আপনার নাম কিংবা আপনার প্রতিষ্ঠানের নামটি স্ক্রীনে ভেসে ওঠে তাহলে কেমন হয়? নিশ্চয় আপনার ভাল লাগবে। তাহলে দেরী না করে কাজে নেমে পড়ি। প্রথমে আপনাকে এখান থেকেmp3tagনামের ফ্রী সফটওয়্যার টি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে। এরপর ডেস্কটপে mp3tag আইকনে ক্লিক করলেই উপরের চিত্রের মত আসবে। আপনি এবার 1নং চিহ্নিত change directory তে ক্লিক করে যে ফোল্ডার টির গানের নাম পরিবর্তন করে আপনার ইচ্ছার প্রকাশ ঘটাতে চান, সেটি সিলেক্ট করুন এবং 2নং চিহ্নিতজায়গাগুলিতে আপনি নাম, সাল, তারিখ ইত্যাদি লিখে 3নং চিহ্নিত জায়গায় file এ গিয়ে save tage এ ক্লিক করলেই পরিবর্তন হয়ে যাবে, আপনার ইচ্ছানুসারে। তারপর গানটি আপনার কম্পিউটারে কিংবা কোন মোবাইলে বাজালে আপনার পরিবর্তিত নাম গুলি ভেসে উঠবে।
আপনার কম্পিউটারের র্যাম কে পরিস্কার করুন ছোট একটি ফ্রী সফটওয়্যার (র্যাম রাশ) দিয়ে। ডাউনলোড করার জন্য এখানে যান এবং ডাউনলোড করে ইন্সটল দিয়ে মাঝে মাঝে ব্যবহার করে র্যাম কে রাখুন পরিস্কার ও কম্পিউটারের গতিকে ঠিক রাখুন।
আজ একটি মজার ম্যাজিক দেখুন ক্লিক করে ডাউনলোড করুন এবং ম্যাজিক দেখুন। সত্যি বলছি, ম্যাজিককার্ড নামের এই গেমে আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে একটি কার্ড পছন্দ করতে বলা হবে, আর সে আপনার পছন্দ করা কার্ড টিকে গায়েব করে দিবে। তাহলে দেরি কেন শুরু করে দিন এবং ম্যাজিক দেখুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৪.০৬.২০১১
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতেযান অথবা সরাসরি এখানেদেখুন
আপনারা যারা আমার মত পুরাতন বাংলা ও হিন্দি গান পছন্দ করেন, তাদের জন্য দুটো ওয়েবসাইটের লিংক শেয়ার করবো। একটি বাংলা, এখান থেকে আপনি পুরাতন বাংলা সহ নতুন নতুন বাংলা গান এ্যালবাম সহ ডাউনলোড করতে পারেন লিংকটি- এখানে
আর যারা হিন্দি নতুন- পুরাতন, পাকিস্থানী এবং গজল পছন্দ করেন তাদের জন্য এই লিংকটি- এখানে