বন্ধুরা আমরা অনেক সময় বেশ বিপত্তিতে পড়ে যাই ইমেজ কনভার্ট করা নিয়ে। এই জন্য ফটোশপের দ্বারস্থ হতে হয়। ফটোশপ ব্যবহারে যারা অভ্যস্ত নয় তাদের জন্য নিয়ে এলাম খুব কার্যকরী ছোট একটি সফট PearlMountain Image Converter মাত্র ৫.২৮ মেগাবাইট। এটা দিয়ে আপনি JPEG,BMP,PNG,PDF,TGA,TIFF,GIF,PSD,PCX ও ICO ইমেজে এবং উল্লেখিত ইমেজে প্রায় ২৫টির বেশী ফরম্যাটের ফাইলকে কনভার্ট করতে পারবেন শুধু কয়েকটি ক্লিকে। এই জন্য প্রথমে আপনাকে PearlMountain Image Converter কে ডাউনলোড করে নিতে হবে এবং রার ফাইল এক্সট্রাক্ট করে ইন্সটল করে নিতে হবে। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir ফাইলের ভিতরে পেয়ে যাবেন সিরিয়াল কী। তা দিয়ে PearlMountain Image Converter কে ফুল ভার্সন করে নিন। এবারে ডেস্কটপ আইকন থেকে PearlMountain Image Converter কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন--------
দেখে নিন কিভাবে কাজ করবেন---------
১. এখানে ক্লিক দিয়ে যে ফাইলকে কনভার্ট করতে চান তা ওপেন করুন।
২. এখানে আপনি কাস্টম ইমেজ কনভার্ট করার সুযোগ পাবেন।
৩. এখানে আপনি রিসাইজ, ক্রপ, ওয়াটারমার্ক, রিনেম ও বর্ডার দেয়ার অপশন পাবেন।
৪. যে ফরম্যাটে ইমেজ কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন।
৫. বেষ্ট কোয়ালিটি সিলেক্ট করুন।
৬. কনভার্ট করা ফাইল যেখানে রাখতে চান তা দেখিয়ে দিন।
৭. START এ ক্লিক দিয়ে কনভার্ট করে নিন।
ব্যাস কাজ শেষ, দেখুন কত সহজেই পছন্দের ইমেজে কনভার্ট করে নিতে পারলেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভাল ও সুস্থ্য থাকুন। এই কামনা করছি।
সবাইকে জানাই ঈদ মোবারক।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২৯.০৭.২০১৪
Tags:
ফটোশপ
Leave a comment