অনেকেই মোবাইলে MP3 গান ডাউনলোড করে দেন বন্ধুদের অথবা ব্যাবসার কারণে। যদি ঐ MP3 গানটিতে আপনার নাম কিংবা আপনার প্রতিষ্ঠানের নামটি স্ক্রীনে ভেসে ওঠে তাহলে কেমন হয়? নিশ্চয় আপনার ভাল লাগবে। তাহলে দেরী না করে কাজে নেমে পড়ি। প্রথমে আপনাকে এখান থেকে mp3tag নামের ফ্রী সফটওয়্যার টি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে। এরপর ডেস্কটপে mp3tag আইকনে ক্লিক করলেই উপরের চিত্রের মত আসবে। আপনি এবার 1 নং চিহ্নিত change directory তে ক্লিক করে যে ফোল্ডার টির গানের নাম পরিবর্তন করে আপনার ইচ্ছার প্রকাশ ঘটাতে চান, সেটি সিলেক্ট করুন এবং 2 নং চিহ্নিত জায়গাগুলিতে আপনি নাম, সাল, তারিখ ইত্যাদি লিখে 3 নং চিহ্নিত জায়গায় file এ গিয়ে save tage এ ক্লিক করলেই পরিবর্তন হয়ে যাবে, আপনার ইচ্ছানুসারে। তারপর গানটি আপনার কম্পিউটারে কিংবা কোন মোবাইলে বাজালে আপনার পরিবর্তিত নাম গুলি ভেসে উঠবে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১০.০৬.২০১১
আমার লেখা আরও দেখতে চাইলে পিসি হেল্পলাইন বিডিতে যান অথবা সরাসরি এখানে দেখুন
Tags:
সফটওয়্যার
Leave a comment