অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় তাদের কর্ম জীবন অতিবাহিত করছেন ডিজিটাল যুগের সকল মাধ্যমকে নিয়ে। অফিসে বিভিন্ন সময় রিসোর্স পার্সন হয়ে ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা প্রোজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করা একটা নিত্য প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়ে পড়েছে। ভেবে দেখুন এই প্রেজেন্টেশন উপস্থাপন করতে গিয়ে যদি কোন পিডিএফ ফাইলের অনুরুপ ডকুমেন্ট আপনাকে উপস্থাপন করতে বলা হয়। তাহলে আপনি কি করবেন? আপনি তখন সেই পিডিএফ ফাইলকে PowerPoint এ নতুন করে কম্পোজ করে চেষ্টা করবেন। তাতে অনেক সময় ব্যয় হয়ে যাবে আপনার। সময় বাঁচানোর জন্য আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ মাধ্যম। যা দিয়ে আপনি যেকোন পিডিএফ ফাইলকে মহুর্তে PowerPoint এ কনভার্ট করে নিয়ে প্রেজেন্টেশনের জন্য উপস্থাপন করতে পারেন। আর এই জন্য আপনাকে সাহায্য নিতে হবে AnyBizSoft PDF to PowerPoint এই ছোট সফটির। মাত্র ৬.২ মেগাবাইট। প্রথমে AnyBizSoft PDF to PowerPoint কে ডাউনলোড করে নিন। রার ফাইল এক্সট্রাক্ট করে নিলেই পেয়ে যাবেন AnyBizSoft PDF to PowerPoint সেটআপ ফাইল এবং রেজিস্ট্রেশন করার মাধ্যম। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এবারে ইন্সটল করুন। ডেস্কটপ আইকন থেকে AnyBizSoft PDF to PowerPoint ওপেন করুন। নিচের চিত্রের মত পাবেন-------
দেখে নিন কিভাবে একে পরিচালনা করবেন---------
১. রেজিস্ট্রারে ক্লিক দিয়ে রেজিট্রেশন করে নিন।
২. এখানে যে পিডিএফ ফাইলকে PowerPoint এ কনভার্ট করবেন তা সিলেক্ট করুন।
৩. কনভার্ট করা ফাইলটি যেখানে রাখবেন তা সিলেক্ট করুন।
৪. Covert এ ক্লিক দিয়ে Ok করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবারে কনভার্ট করা ফাইলটি ওপেন করে দেখুন প্রেজেন্টশনের জন্য তা প্রস্তুত হয়ে গেছে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। উপভোগ করুন AnyBizSoft PDF to PowerPoint কে।
AnyBizSoft PDF to PowerPoint ডাউনলোড করার জন্য নিচের ইমেজে ক্লিক দিন-----
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
৩১.০৭.২০১৪
Tags:
সফটওয়্যার
Leave a comment