সৌখিনতার বশে আমরা কত কিছুই না করি। এই সৌখিনতার বশেই যদি
আপনার কম্পিউটারের ডেস্কটপ টাস্কবারের রঙে ভিন্নতা আনা যায় তবে কেমন হয়? খুব মজা
হয়, তাইনা। তবে নিয়ে নিন ColorTaskbar
নামের এই ছোট সফটওয়্যারটি। যার ওজন মাত্র ২১৬ কেবি। ডাউনলোড করে
নিন এবং রার ফাইলকে এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir তারপর
শুধু ColorTaskbar এ
মাউজ দিয়ে ডাবল ক্লিক করুন, দেখুন দারুন মজা কিছুক্ষন পর পর টাস্কবারের রঙের পরিবর্তন
হচ্ছে। ইন্সটলের কোন ঝামেলা নেই। আপনি ইচ্ছে করলে টাস্কবারের ColorTaskbar এর
আইকনে রাইট ক্লিক দিয়ে একে Pause
বা
Exit করে
দিতে পারেন ঠিক নিচের চিত্রের মত-
তাহলে বন্ধুরা উপভোগ ColorTaskbar এবং ভাল লাগলে বন্ধুদের মাঝে বিতরণ করে দিন। ডাউনলোড করতে
নিচের ইমেজে ক্লিক দিন।
আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন বিষয় বা সফট নিয়ে আপনাদের
সাথে। সেই পর্যন্ত সবাই ভাল ও সুস্থ্য থাকুন এই কামনা করছি।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
২০.০৭.২০১৪
Tags:
সফটওয়্যার
Leave a comment