বন্ধুরা অনেকেই উপরের শিরোনামের কাজটি করতে পারেন বা জানেন।
যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে আজকের এই সামান্য টিপসটি আপনাদের সামনে তুলে
ধরছি। অনেক বন্ধুদের কম্পিউটারের ডেস্কটপ আইকনের নিচে সেডো বা একটি ছায়া দেখতে
পাওয়া যায়। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন, কিন্তু তা রিমুভ করতে
পারেননি। যারা পারেননি তারা নিচের টিপসটি অনুসরন করেই সহজেই তা করে নিতে পারেন। এই
জন্য প্রথমে আপনাকে Start
মেনুতে ক্লিক দিতে হবে এবং Control Panel এ
প্রবেশ করতে হবে। যারা অপারেটিং সিস্টেম এক্সপি ব্যবহার
করেন তাদের ক্ষেত্রে Start
Menu তে
ক্লিক দিয়ে Settings গিয়ে
Control Panel এ
ক্লিক দিতে হবে এবং System
এ
ক্লিক দিয়ে Advanced এ
ক্লিক দিতে হবে। তারপরের অপশন গুলি সব অপারেটিং সিস্টেমের জন্য একই পদ্ধতি। তাহলে
দেখে নিন-------
এবারে Advanced system settings এ ক্লিক দিন নিচের চিত্রের মত
পাবেন-------
এবারে Settings Performance group এ ক্লিক
দিন নিচের চিত্রের মত পাবেন-----------
Custom সিলেক্ট করে এবারে Use drop shadows for
icon labels on the desktop থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। ব্যাস
কাজ শেষ। এখন দেখুন ডেস্কটপ আইকন থেকে নিচের ছায়াটি সরে গেছে।
তাহলে বন্ধুরা
আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন টিপস বা সফট শেয়ারের মাধ্যমে। সবাই ভাল ও
সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির
হোসেন
১৭.০৭.২০১৪
Tags:
পিসি টিপস
Leave a comment