- By Zakir Hossain
-
Postado Saturday, May 31, 2014
at 2:34 PM
অনেক দিন ধরে অনুপস্থিত ছিলাম আপনাদের কাছ থেকে। আজ এলাম একটি ক্লিন আপ ইউটিলিটি সফট নিয়ে আপনাদের সামনে, যার নাম xleaner_v4.22.1182_portable পোর্টেবল ইন্সটলের কোন ঝামেলা নেই, মাত্র ১.৪৬ মেগাবাইট। যা দিয়ে আপনি আপনার কম্পিউটার এর যত জাঙ্ক ফাইল, রিসেন্ট ডকুমেন্ট, ব্রাউজিং ইতিহাস সহ অযাচিত ফাইলকে দূর করে কম্পিউটারকে পরিস্কার করে দ্রুত করে নিতে পারেন এবং এটি র্যামকে অপ্টিমাইজ করে গতিকে ধরে রাখে। তাহলে এর ব্যবহার বিধি দেখে নেয়া যাক- প্রথমে এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন xleaner_v4.22.1182_portable কে। রার ফাইল এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন zakir@ এরপর Xleaner ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন ওপেন করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন-
এখানে আপনি Run Cleaner এ ক্লিক দিন এবং মহুর্তেই যত ময়লা পরিস্কার করে নিচের চিত্রের মত আসবে-
এখানে শুধু OK করে বেরিয়ে আসুন ব্যাস কাজ শেষ। দেখুন কম্পিউটার আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দে চলছে। হা বন্ধুরা টাস্কবার আইকন থেকে এই সফটের মাধ্যমে আপনি আরও কিছু কাজ ইচ্ছে হলে করে নিতে পারেন, যেমন- লগ অফ, শাট ডাঊন ও রিস্টার্ট সহ ইত্যাদি। তো বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১২.১১.২০১২
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment