- By Zakir Hossain
-
Postado Saturday, May 31, 2014
at 5:49 PM
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার কম্পিউটারের সকল তথ্য জানার জন্য একটি বিশেষ সফট Hard Drive Inspector যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল তথ্য এক ক্লিকেই জেনে নিতে পারেন এই জন্য প্রথমে আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে Hard Drive Inspector কে মাত্র ২.৯৮ মেগাবাইট। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করলেই পেয়ে যাবেন hddinsp নামের সেট আপ ফাইল ও hard.drive.inspector.3.xx-patch নামের একটি প্যাচ ফাইল।এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন zakir@ প্রথমে সেট আপ ফাইল দিয়ে ইন্সটল করে নিন এবং ইন্সটল শেষে প্যাচ ফাইল কে কপি করে C ড্রাইভ ওপেন করে প্রোগ্রাম ফাইল এ প্রবেশ করুন সেখানে Hard Drive Inspector ফাইলকে ওপেন করে প্যাচ ফাইলকে পেস্ট করুন ও প্যাচ ফাইলে ডাবল ক্লিক করলেই প্যাচ সম্পুর্ন হয়েছে দেখাবে, ব্যাস কাজ শেষ। এবার আপনি ডেস্কটপ আইকন থেকে Hard Drive Inspector ওপেন করুন নিচের চিত্রের মত আসবে------------
দেখে নিন কি কি জানতে পারবেন---------------
১. Health Summary তে ক্লিক দিলে উপরের চিত্রের মত কম্পিউটারের হার্ড ডিস্কের মডেল, ধারন ক্ষমতা, পাওয়ার অন টাইম ও হার্ড ডিস্কের পারফরম্যান্স দেখতে পাবেন।
২. Technical Info তে ক্লিক দিলে হার্ড ডিস্কের সকল তথ্য যেমন- কত গুলো ড্রাইভ থেকে যাবতীয় তথ্য দেখতে পারবেন।
৩. S.M.A.R.T Details এ ক্লিক দিলে ড্রাইভ গুলির সকল রিপোর্ট পেয়ে যাবেন।
৪. Options এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন--------------
এখানে আপনি Miscellaneous, Reliability Cotrol, Temperature Control ও Advanced Disk Management পাবেন যা বিভিন্ন অপশন কে আপনি সিলেক্ট করে নিতে পারেন।
তাহলে বন্ধুরা উপভোগ করুন Hard Drive Inspector কে এবং ভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০১.১২.২০১২
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment