বেশ কয়েক দিন যাবত ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে, বেশ ঝামেলা পোহাতে হয়েছে। একবার এই ব্রাউজার তো আর একবার ঐ ব্রাউজার। ঝামেলা মিটলোনা। বিভিন্ন গ্রুপ আর পেজে পোস্ট আপডেট করতে গিয়ে দেখি ছবি ডাউনলোড ও আপলোড এ বেশ বেগ পেতে হচ্ছে। আমি একসাথে কয়েকটি নেট উইন্ডো চালু করে রাখি। বুঝতেই পারছেন দারুন সমস্যায় পড়েছিলাম। এই সময় হাতের কাছে পেয়ে গেলাম flock নামের ব্রাউজারটি। দ্বিধা দ্বন্দের মধ্যে ইন্সটল করলাম। তাজ্জব ব্যাপার!!!! অন্য যে কোন ব্রাউজার এর থেকে বেশ ভাল গতি পেলাম। দেখতেও বেশ চমৎকার। আমি আর যে সমস্ত ব্রাউজার আছে, তাদের বদনাম করছিনা। তবে ব্যবহারিক প্রণালীতে বেশ বুঝে গেলাম, এটি সবার জন্য ব্যবহার উপযোগী একটি ব্রাউজার। তাই দেরী না করে সবাইকে জানানোর জন্য লিখতে বসে গেলাম। এরই মধ্যে হয়তো অনেকে এর প্রয়োগ সম্পন্ন করেছেন, যারা করেননি তাদের জন্য শেয়ার করা। আমি এখানে দুইটি flock ব্রাউজার এর ভার্সন শেয়ার করবো। আপনারা এতে হোম পেজে পাবেন- ফেসবুক, টুইটার, ইউ টিউব, ফ্লিকার সহ জিমেইল ও ইয়াহুতে সরাসরি প্রবেশের অপশন। তাছাড়া আরও অনেক কিছু প্রয়োজনীয় অপশন। ইন্সটল করে রাখুন। প্রয়োজনে এর ব্যবহার করুন।
আপনাদের জন্য flock এর দুইটি ভার্সন ডাউনলোড করার জন্য লিংক দেয়া হল। আশাকরি আপনাদের কাজে লাগবে।
ডাউনলোড করুন flock-2.5.6.en-US.win32.exeএখান থেকে মাত্র ১২.৭ মেগাবাইট
ডাউনলোড করুন flock-2.6.1.en-US.win32.exeএখান থেকে মাত্র ১০.৯ মেগাবাইট
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, একটি সহায়ক কাজের সফট। যারা ফটোশপে কাজ করতে অনীহা প্রকাশ করেন কিংবা অত সহজ ভাবে ফটোশপকে মেনে নিতে পারেন না। তাদের জন্য নিয়ে এলাম খুব তাড়াতাড়ি একটি ছবিকে মনের মত করে সম্পাদনা করার সহজ সফট। যার নাম Photo Cleaner Pro v3.4.0.0391মাত্র ৪.৬২ মেগাবাইট। হা বন্ধুরা এটি দিয়ে আপনি খুব সহজে আপনার ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইলে তোলা ছবির ত্রুটি মুক্ত করে নিতে পারেন। কিভাবে? প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিনPhoto Cleaner Pro v3.4.0.0391রার ফাইল Extract করুন। তার পূর্বে আপনার অপারেটিং সিস্টেমের এ্যান্টিভাইরাস এর অটো প্রটেক্ট অফ করে রাখুন। কারন হয়তো এ্যান্টিভাইরাস টি ক্র্যাক এর প্যাচ ফাইল কে ভাইরাস মনে করে তা ডিলেট করে দিতে পারে।Extractকরার পর আপনি দুইটি ফাইল পাবেন একটি PhotoCleanerPro_Trial_Install.exe নামের ও অপরটি Crackনামের। প্রথমে PhotoCleanerPro_Trial_Install.exeতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন এবং পরে Crack ফাইলের প্যাচ কিগান এ ডাবল ক্লিক করুন। এবার আপনি এ্যান্টিভাইরাস এর অটো প্রটেক্ট চালু করে দিতে পারেন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন এ পাবেন PhotoCleaner নামের আইকন। তাতে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন।
আপনি এবার ত্রুটি পূর্ণ ছবিকে এখানে এড করুন। এখানে আপনি ইমেজ রিসাইজ, ছবির উজ্জলতা কম বেশী, নয়েজ ঠিক করে নেয়া, অন্ধকারকে পরিস্কার করা, কালার ঠিক করা সহ ইত্যাদি ঠিক করে নিতে পারেন।
এখানে আপনি ছবির চার পাশে বর্ডার দিতে পারেন ইচ্ছে মত কালার দিতে পারেন।
এখানে আপনি ক্লিক দিলে আপনি যা পরিবর্তন গুলি করতে চেয়েছেন তা কিছুক্ষনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
এখানে ক্লিক দিয়ে দেখে নিতে পারেন ছবির পরিবর্তন গুলি কেমন হয়েছে। যদি মনের মত না হয়, আবার এডিট করুন।
এখানে আপনি ক্লিক দিয়ে Crop করে ছবিকে কেটে নিতে পারেন।
এখানে ক্লিক দিয়ে আপনি ছবির লাল চোখের অপসারণ করতে পারেন।
সব শেষে ছবির কাজ শেষ হলে পছন্দ মত জায়গায় সেভ করে নিতে পারেন।
দেখুন নিচের ছবি দুইটি।
এডিট করার আগে
এডিট করার পরে।
তো বন্ধুরা উপভোগ করুন PhotoCleanerভাল ও সুস্থ্য থাকুন।
আপনাদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এলাম। Microsoft Talkitনামের ছোট একটি সফট। মাত্র ৫২৮ কিলো বাইট। এখান থেকে ডাউনলোড করুন এবং TALKIT!.EXEতে ডাবল ক্লিক করুন। পোর্টেবল।ইন্সটলের কোন ঝামেলা নেই। ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মত আসবে। আপনি এখানে মাইক্রোসফট ওয়ার্ড এর ইংরেজি অথবা শুধু মাত্র স্প্যানিশ ভাষার কোন ডকুমেন্ট কে কপি করে পেস্ট করুন এবং TALKITএ ক্লিক দিয়ে দেখুন কত সুন্দর ভাবে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট কে নানা রকম আওয়াজে উচ্চারণ করছে, আপনি ঠিক যেভাবে চাইবেন। ইচ্ছে করলে আপনি কখনও নাচের তালে, কখনও বা গানের তালে, শিশুর কণ্ঠে, রোবটের কণ্ঠে, মেয়েলি কণ্ঠ, আরও অনেক ভাবে শুনতে পারেন। তাহলে দেখে নেয়া যাক এটা কিভাবে কাজ করে। নিচের চিত্রটি দেখুন এবং ধাপে ধাপে তা অনুসরণ করুন।
আপনি এখানে File অথবা সরাসরি ডকুমেন্ট কে কপি করে এখানে পেস্ট করুন।
এখানে আপনি বিভিন্ন কণ্ঠকে সিলেক্ট করে নিতে পারেন।
PTCHএ আপনি কথা বলার রেশকে খাটো অথবা লম্বা করে নিতে পারেন শ্রুতি মধুরের জন্য।
কথা শুনার গতিকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন।
ভাষা নির্বাচন করুন ( ইংরেজি অথবা স্প্যানিশ)।
PITCH QUALITY নির্ধারণ করে নিন।
VOCAL EFFORT এ আপনি কণ্ঠ র আওয়াজ পরিবর্তন করে নিতে পারেন।
TALKIT এ ক্লিক করলে আপনার ডকুমেন্ট কে পড়তে শুরু করে দিবে। আপনি স্পিকারে তা শুনতে পারবেন।
Stop Talking ক্লিক করলে লেখা পড়া বন্ধ করে দিবে।
এই সফট এর ব্যবহার শেষ হয়ে গেলে, আপনি QUIT এ ক্লিক করলে এই উইন্ডো বন্ধ হয়ে যাবে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে এই সফটটি। ভাল লেগে থাকলে, আমারও ভাল লাগবে। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম পেনড্রাইভ পরিষ্কার করার ছোট একটি সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার পেন ড্রাইভ এর পারফরম্যান্স কে অটুট রাখতে পারবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের প্রয়োজনে পেন ড্রাইভ বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ এ ব্যবহার করি। আর আমাদের অজান্তেই বেশ কিছু অপ্রয়োজনীয় ফাইল পেন ড্রাইভে জমা হয়ে জায়গা দখল করে রাখে। যেমন- thumbs.db, .Trashes, .Spotlight-V100, .ds_store ইত্যাদি।
এই সব ফাইল জমা হয়ে যাবার কারণে পেন ড্রাইভের পারফরম্যান্স এ ঘাটতি এসে
যায়। এর থেকে পরিত্রাণ পাবার জন্য আপনি Usbfresher
নামক একটি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি Usbfresher কে এখান থেকে ডাউনলোড করে নিনএবং ইন্সটল
করুন। ইন্সটল শেষে টাস্কবার আইকন এ নিচের চিত্রের মত পাবেন।
আপনি
এখানে কয়েকটি অপশন পাবেন, যেমন Cleanup
USB Drive, Cleanup All USB Drive, Custom Cleanup. আপনি যে কোন একটি অপশন
বেছে নিতে পারেন। ধরে নিলাম আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে পেন ড্রাইভ
সংযুক্ত করে Cleanup USB Drive এ ক্লিক
দিলেন, তখন ঠিক নিচের চিত্রের মত পাবেন
এবার আপনি সিলেক্ট করে Cleanup এ ক্লিক করুন। দেখুন নিচের
চিত্রের মত উপরে উল্লেখিত অপ্রয়োজনীয় ফাইল গুলিকে পরিষ্কার করে দিয়েছে।
কাজ
সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত আসবে।
এবারে
আপনি Close এ ক্লিক দিয়ে
দিন। বন্ধুরা এভাবে আপনি আপনার পেন ড্রাইভের পারফরম্যান্সকে সজীব ও সতেজ করে ধরে
রাখতে পারেন। এই কাজটি আপনি ম্যানুয়ালি করতে পারেন এই জন্য আপনি টাস্কবার
আইকন এ Open এ ক্লিক করে
তা করতে পারেন এবং Local Drive থেকেও
অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করে নিতে পারেন। তাহলে বন্ধুরা উপভোগ করুন Usbfresher।