Mp3 গানকে কেটে ছোট করার জন্য নিয়ে এলাম দারুন এক কার্যকরী সফটওয়্যার। যার নাম Mp3 Direct Cut যা দিয়ে খুব সহজে Mp3 গানকে কেটে ছোট করা যায়। মাত্র ৪৫৪ কেবি। এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন। ইন্সটল করার পর ওপেন করতে গেলে একটি উইন্ডো আসবে,তাতে শধু OK করে দিন এবং ভাষা নির্বাচন করে নিন। ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনাকে যা যা করতে হবে-
১. যে গানটিকে কেটে ছোট করতে চান তা সিলেক্ট করুন
২. আপনি এখান থেকে কতটুকু কাটবেন তা সিলেক্ট করুন। এই কাজটি মাউজ দিয়েও করা যায়।
৩. সিজার এ ক্লিক দিলে গানটি কাটা হয়ে যাবে।
৪. এখানে সেভ করার অপশন পাবেন, ব্রাউজ করে যেখানে সেভ করতে চান তা করে নিন। দেখুন মহুর্তে কাটা অংশ বাদ দিয়ে গানটি সেভ হয়ে গেছে।
৫. এখানে আপনি গানটি কাটার আগে প্লে করে শুনে নিতে পারেন।
৬. এখানে প্লে থামানোর অপশন আছে।
তাহলে বন্ধুরা ছোট এই সফটটি কেমন লাগলো? আশাকরি ভাল লাগবে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৩.১০.২০১১
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
Leave a comment