আপনার কম্পিউটারে যদি উপরের চিত্রের মত Active Desktop Recovery এই রকম ম্যাসেজ দেখা দেয় এবং তখন আপনার সেট করা ডেস্কটপ ব্যাকগ্রএউন্ড পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়, ম্যাসেজে Restore My Active Desktop এখানে ক্লিক করেও কোন সমাধান না পাওয়া যায়, তবে আপনি Registry Editor এর ভেলু ডাটা পরিবর্তন করে এ সমস্যার সমাধান পেতে পারেন। এ জন্য আপনাকে যা করতে হবে। প্রথমে Start মেনুতে যান এবং Run এ লিখুন regedit এন্টার চাপুন তারপর এই নির্দেশনা অনুসারে এগিয়ে যান HKEY_CURRENT_USER\Software\Microsoft\ Internet Explorer\Desktop\SafeMode\Components এরপর নিচের চিত্রের মত আসবে
এবার আপনি DeskHtmlVersion রাইট ক্লিক করুন Modify করার জন্য।
সিলেক্ট করুন Decimal বাটনে। ভেলু ডাটা 272 থাকলে পরিবর্তন করে ০ করে OK করুন।
এবার পিসি রিস্টার্ট করুন, দেখুন আপনার পিসির ডেস্কটপ পূর্বের মত হয়ে গেছে।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১৪.০৭.২০১১
Tags:
পিসি টিপস
Leave a comment