অনেক সময় কম্পিউটারের ডিফল্ট মিডিয়া প্লেয়ার সঠিক ভাবে কাজ না করার কারনে আমাদের নানা বিপত্তিতে পড়তে হয়। এই জন্য আপনাদের সামনে আজ নিয়ে এসেছি MP3,MP4,WAV সহ বিভিন্ন ফরম্যাটের অডিও গান বাজানোর জন্য একটি foobar2000 অডিও প্লেয়ার। যা তে আপনি প্লে লিস্ট তৈরি করে অসংখ্য গান বাজাতে বা শুনতে পারেন। এই জন্য আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে foobar2000 নামের ছোট সফট ওয়্যার টিকে। এরপর উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে foobar2000 ফাইল থেকে ইন্সটল করে নিয়ে অডিও গান শোনার কাজ শুরু করে দিতে পারেন। মাত্র ৩.২০ মেগাবাইট। তাহলে বন্ধুরা উপভোগ করুন। ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন।
০৬.০৮.২০১২
Tags:
সফটওয়্যার
Leave a comment