আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন মজার সফট ওয়্যার। যা দিয়ে আপনি যে কোন ছবিকে ফানি ছবিতে রুপান্তর করে ফেলতে পারেন নিমিষেই। সফট টির নাম Magic Mirror বিশ্বাস হচ্ছে না!!!!! একবার ডাউনলোড করেই দেখুন ছোট সফট এর কি দারুন কাজ। মাত্র ৩.৩৭ মেগাবাইট রেজিঃ নাম্বার সহ দেয়া আছে। যে কোন নাম বসিয়ে সিরিয়ালের জায়গায় সিরিয়াল টি বসিয়ে দিন। ব্যাস এবার ছবিকে ফানি করে তুলবার কাজে নেমে পড়ুন। আপনি আপনার যে কোন বন্ধুর সাথে ফান করতে চাইলে এই সফট টি ব্যাবহার করতে পারেন। চলুন দেখি এটা কি ভাবে কাজ করে তা দেখে নেয়া যাক। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। রার ফাইল উইন রার দিয়ে এক্সট্রাক্ট করে নিন। পেয়ে যাবেন সেট আপ ফাইল ও সাথে রেজিঃ করার সিরিয়াল ফাইল। ইন্সটল করে রেজিঃ করে নিন এবং নিচের চিত্রের মত কাজ শুরু করে দিন। আমি এখানে ওবামার ছবি দিয়ে টিউটেরিয়াল তৈরি করেছি। সফট এ ডিফল্ট হিসেবে বুশ কে পাবেন আপনারা। তাহলে দেখুন-----------
প্রথমে Open এ ক্লিক করে যে ছবিকে ফানি করবেন তা সিলেক্ট করুন। তারপর নিচের চিত্র টি দেখুন----------
১। এখান থেকে আপনি মুখের আকৃতি সম্পূর্ণ পরিবর্তন করে নিতে পারেন।
২। এখানে হাল্কা ভাবে নেড়ে চেড়ে ছবিকে পরিবর্তন করে নিতে পারেন
এবার আপনার ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করা হয়ে গেলে তা Apply বাটনে ক্লিক দিন এবং Save করে নিয়ে যাকে খুশি তাকে পাঠিয়ে দিয়ে ফান করুন দেখুন নিচের চিত্রে কেমন হয়েছে ওবামার ছবিটি-------------
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৬.০৭.২০১২
প্রথমে Open এ ক্লিক করে যে ছবিকে ফানি করবেন তা সিলেক্ট করুন। তারপর নিচের চিত্র টি দেখুন----------
১। এখান থেকে আপনি মুখের আকৃতি সম্পূর্ণ পরিবর্তন করে নিতে পারেন।
২। এখানে হাল্কা ভাবে নেড়ে চেড়ে ছবিকে পরিবর্তন করে নিতে পারেন
এবার আপনার ইচ্ছে অনুযায়ী পরিবর্তন করা হয়ে গেলে তা Apply বাটনে ক্লিক দিন এবং Save করে নিয়ে যাকে খুশি তাকে পাঠিয়ে দিয়ে ফান করুন দেখুন নিচের চিত্রে কেমন হয়েছে ওবামার ছবিটি-------------
( কেউ আপনার উপর রেগে গেলে আমি দায়ী থাকবোনা। )
তো বন্ধুরা উপভোগ করুন Magic Mirror এর কারিশমা। সবাই ভাল থাকবেন।ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৬.০৭.২০১২
Tags:
ফটোশপ
Leave a comment