আপনি কি আপনার কম্পিউটারের রেজুলেশন পরিবর্তনের জন্য কোন সর্ট কার্ট কি ব্যবহার করতে চান? তাহলে HRC - HotKey Resolution Changer নামের ছোট এই সফটটির প্রয়োগ করতে পারেন এবং একটি কি প্রেসে নিমেষেই পরিবর্তন করে নিতে পারেন রেজুলেশন। কিভাবে করবেন সফটটি এখান থেকে ডাউনলোড করে নিন, মাত্র ৬০২ কেবি। রার ফাইল Extract করলেই পেয়ে যাবেন HRC .exe নামের ফাইলটি। এতে ডাবল ক্লিক করে টাস্কবার আইকন থেকে Restore করলেই নিচের চিত্রের মত পাবেন
এটি Win XP/2003/08/Vista/Windows7 চলায় উপযোগী। তাহলে বন্ধুরা উপভোগ করুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
০৪.০১.২০১২
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন।
Tags:
সফটওয়্যার
ভাই জটিল লিখেছেন।ধন্যবাদ আপনাকে।