আপনি ছবি তুলেছেন, কিন্তু কোন কারণে আপনার তোলা ছবির ব্যাক্তিটির চোখ লাল হয়ে গেছে। চিন্তা কি? এই লাল চোখ কে রিমুভ করে ঠিক করে দিতে পারেন একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে। কিভাবে করবেন তা সংক্ষেপে জেনে নিন, নিচের পদ্ধতি অনুসরণ করে, প্রথমে Blood Eye Remove নামের সফটটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে এবং ইন্সটল করে কাজ শুরু করুন। নিচের চিত্রের মত।
১। প্রথমে File থেকে আপনি যে ছবিটির চোখের লাল বর্ণকে মুছে ফেলতে চান সেটি Open করুন।
২। ছবির চোখের উপর বর্গাকারের বাক্সকে রাখুন।
৩। কারসার রেখে বাম ক্লিক করুন।
৪। Apply তে ক্লিক করুন।
সবশেষে ছবিটিকে Save করুন, দেখুন চোখের আর লাল দাগটি নেই।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন।
০২.০৮.২০১১
আমার আরও লেখা দেখতে চাইলে পিসি হেল্প লাইন বিডিতে দেখতে পাবেন।
Tags:
ফটোশপ
Leave a comment